উপার্জনের তাগিদে ইতালীর অন্যতম পর্যটন নগরী ভেনিস ও আশ পাশ শহরে প্রায় ২০ হাজার বাংলাদেশীর বসবাস। এসব প্রবাসী বাংলাদেশীরা অর্থ উপার্জন করে দেশে অর্থনীতিতে বড় ধরনের ভুমিকা রাখছে নিঃসন্দেহে। সে সকল প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের অতিতের গৌরব মাখা ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বাংলা টিভির পক্ষ থেকে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় মিট দ্যা কমিউনিটি উইথ বাংলা’র ব্যানারে।
প্রথম বারের মতো ইতালীর ভেনিস নগরীতে মিট দ্যা কমিউনিটি উইথ বাংলা টিভি নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীদের কাছে বাংলা টিভির ২২ বছরের সাফল্যে ইতিহাস তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, ইতাল-বেঙ্গল গ্রুপের কর্ণধর মনোয়ার ক্লার্ক। প্রধান অতিথির ব্যক্তবে তিনি বাংলা টিভিকে প্রবাসীদের স্বার্থ রক্ষায় পাশে দাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন সাংবাদিক ও বিশিষ্ট সাহিত্যিক কাজী মাহফুজ রানা। ভেনিস বাংলা স্কুলের শিক্ষিকা সোহেলা আক্তার বিপ্লবী ও ফয়সাল আহমেদ এর যৌথ পরিচালনায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি মিলন মোহাম্মদ, রফিকুল বারী, আব্দুল্লাহ, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন এর সভাপতি নূর আলী পাঠান, কাজী আব্দুল মান্নান, বিল্লাহ হোসাইন, আব্দুল্লাহ আল বাকী রোনাক, মোবারক হোসেন ও সাংবাদিক জাকির হোসেন সুমন, ত্রেভিজো বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান রাসেল, কবি মনির উদ্দিন, মহিউদ্দিন ঝন্টু, মোঃ সেলিমসহ আরো অনেকে।
ভেনিস শহরে প্রথম বারের মতো এই ধরনের অনুষ্ঠানের প্রশংসা করেন অতিথিরা, তারা বাংলা টিভির উত্তর উত্তর সফলতাও কামনা করেন এবং প্রবাসী ও আগামী প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে যেন বাংলা টিভি নানা ধরনের অনুষ্ঠান মালার আয়োজন করে এমটাই প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউরোপ ব্যুরো প্রধান শাওন আহমেদ, তিনি কমিউনিটি ও বাংলা টিভির স্বার্থে ভেনিস শহরে বাংলা টিভি দর্শক ফোরাম গঠনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ভেনিসসহ আশপাশ অন্যান্য শহর থেকে অতিথিরা অংশ গ্রহন করেন। পরে ভেনিস বাংলা স্কুলের ক্ষুদে শিল্পীরা সঙ্গীত ও আবৃতি করে। অনুষ্ঠান শেষে কাজী মাহফুজ রানার কাছে বাংলা টিভির লগো হস্তান্তর করা হয় এবং তাকে ভেনিস এলাকা থেকে কমিউনিটির বিভিন্ন খবর পাঠানোর জন্য দায়িত্ব দেয়া হয়।
Leave a Reply