এই প্রথম বারের মতো যথাযথ মর্যাদায় আজ মার্সাইতে ইপিএস কমিউনিটি ইন মার্সাইয়ের আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
পরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠান শুরু হয় প্রভাতফেরীর মাধ্যমে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও কোরআন পাঠ করেন খলিল আহমেদ, সম্মিলিত কণ্ঠস্বরে বাংলাদেশর জাতীয় সংগীত ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশকে মনমুগ্ধকর করে।
আগত অতিথিরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফরাসি নাগরিক ক্রিস্টপ কোলাদো বলেন, এই রকম অনুষ্ঠানে উপস্থিত হতে পারে অনেক আনন্দিত এবং প্রতিবছর এইরকম অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
একে একে পুষ্পস্তবক অর্পণ করেন
ক্রিস্টপ ক্লাদো,
ল্টফি,
ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী,
সামী,
মোঃ মাসুদ,
সোহেল আহমেদ,
শেখ সাগর,
নাহিদ হাসান,
জসিম ভূইয়া,
তোহা চৌধুরী তুহেল
সাইফুল,
মিঠুন,
মুক্তার,
উজ্জল আহমেদ,
রবিউল,
ইমাদ খান,
রেদোয়ান আহমেদ,
জামিল আহমেদ,
আল মুমিন,
খলিলুর রহমান,
রাসেল আহমেদ,
রানা,,
কামরুল ইসলাম,
মানিক মিয়া প্রমুখ
Leave a Reply