ঐতিহাসিক বাঙালি জাতির ছয় দফা দাবি উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগেৱ উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে ফ্রান্সের রাজধানী প্যারিসের জুরিস পার্কে এই সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ কাশেমের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, জাকির হোসেন, মনজুর রহমান সেলিম, সুব্রত ভট্টাচার্য শুভ, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী,যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এমদাদুল হক স্বপন,ফয়ছল উদ্দিন,প্রচার সম্পাদক আমিন খান হাজারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন ইমরান প্যারিস নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ সহ ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং জনো নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার কার্যক্রম তুলে ধরেন। পরে সকলে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন এই মহামারী করোনাভাইরাস থেকে যেন বিশ্ববাসী মুক্তি পায়।
Leave a Reply