জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গত ২৯ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ও পদবী ঘোষণা করেছেন।এবারের কমিটিতে জাতীয় পার্টি ফ্রান্স শাখার চার নেতা কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। চার নেতার অর্ন্তভুক্তিতে ফ্রান্স শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ, সদস্য ও সর্মথকরা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এয়ারাও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। ফ্রান্স শাখা থেকে যাদের নাম ঘোষনা করা হয়েছে তার হলেন, এ.কে.এম আলমগীর সভাপতি জাতীয় পার্টি ফ্রান্স শাখা,হুমায়ন কবির চৌধুরী প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি ফ্রান্স শাখা,উর্মি হাজারী উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য,মজিবুর রহমান সরকার যুগ্মসাধারণ সম্পাদক জাতীয় পার্টি ফ্রান্স শাখা। অপরদিকে ফ্রান্স শাখার সভাপতি এ,কে ,এম আলমগীর অষ্টম জাতীয় কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন । নবম জাতীয় কাউন্সিলের তিনি কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন। জনাব আলমগীর জাতীয় পার্টি ও ফ্রান্স বাংলাদেশী কমিউনিটির একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৯১ সাল থেকে তিনি ফ্রান্স জাতীয় পার্টির সহ সভাপতি ,সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরশাদ মুক্তি আন্দোলনে এ,কেএম আলমগীর ফ্রান্সে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবাদ কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯7 সালে হোসেন মোহাম্মদ এরশাদ কারামুক্তির পর জাতীয় পার্টির আমন্ত্রণে ফ্রান্স সফর করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
Leave a Reply