ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেরুজালেম আল-কুদস শহরের সরকারি বাসভবনের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। নেতানিয়াহুর দুর্নীতি ও প্রাণঘাতী করোনাভাইরাস সংকট মোাকবেলায় অব্যবস্থাপনার প্রতিবাদে লোকজন এ বিক্ষোভ করে।
করোনাভাইরাসের দ্বিতীয়দফা মহামারি ছড়িয়ে পড়ার পর লোকজন আরো উন্নত রাষ্ট্র ব্যবস্থার দাবিতে রাজপথে নামে। এ বিক্ষোভ এখন প্রায় প্রতিদিনই হচ্ছে। গতকালের বিক্ষোভে অংশ নেয়া লোকজন সরাতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
ইসরাইলে গতকাল (শনিবার) পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষায় ৬০ হাজারের বেশি মানুষের দেহে এর অস্তিত্ব পাওয়া গেছে। এখন প্রতিদিন ইসরাইলে ১,৭৭০টি করে নতুন সংক্রমণের ঘটনা বাড়ছে।
বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করে
নেতানিয়াহুর দুর্নীতির কারণে তার বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। ঘুষগ্রহণ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়েছে এবং গত মে মাসে এসব মামলার বিচার শুরুর কথা ছিল। পার্সটুডে
Leave a Reply