গাইবান্ধার পলাশবাড়ী জুয়াড়ীরা সনাতন পদ্ধতির কার্ড খেলার পরিবর্তে আধুনিক পদ্ধতি বেছে নিয়েছে। এ আধুনিক প্রযুক্তিতে একান্ন তাসের বাহান্ন খেলারত অবস্থায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়ী আটক ।
(৭জুলাই) মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষীপুরের মেরীরহাট নামক বাজার এলাকার ছামছুল আলমের চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়ারীকে আটক।
আটককৃত জুয়াড়ীরা হলেন – উপজেলার দিগদারী গ্রামের সামাদের পুত্র মোঃ লেবু মিয়া(৩০) একই গ্রামের নূর হোসেনের পুত্র মোঃ ওয়াসিম শেখ(২২), মৃত আবুল হোসেনের পুত্র মোঃ আলিম(৩৮),উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের মজিবর রহমানের পুত্র চায়ের দোকানদার মোঃ সামছুল আলম(৩৭),উপজেলার সাইনদহ এলাকার তজেব উদ্দীনের পুত্র মোঃ হারুন মিয়া(৪৭)।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মাসুদার রহমান জানিয়েছেন ইলিক্ট্রিক ডিভাইস ট্যাব এর সফটওয়ারের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় এ পাঁচজনকে আটক করা হয়েছে।পরবর্তীতে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি জুয়া মামলা রুজু হয় এবং জুয়াড়ীদেরকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply