ফ্রান্সে কুশিয়ারা ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ফাইনালে অংশগ্রহণ করেন শরীফগঞ্জ ক্রিকেট একাদশ বনাম ভাদেশ্বর ক্রিকেট একাদশ। ভাদেশ্বর ক্রিকেট একাদশ কে হারিয়ে শরীফগঞ্জ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হন। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হন শাকেল আহমেদ, ম্যান অব দ্যা সিরিজ রাজু আহমেদ, সর্বোচ্চ উইকেট শিকার শাজান আহমেদ সানি। শামিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান ও নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব এর সভাপতি ফয়সাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফয়জুল কবির শামীম, নজরুল আহমেদ ,আবু সাঈদ মেম্বার, সহ আরো অনেকে। উপস্থিত অতিথিরা বলেন প্রবাসের মাটিতে প্রবাসী বাংলাদেশিরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তবে তার পাশাপাশি খেলাধুলা টাও খুবই দরকার বলে মনে করেন মনকে সতেজ রাখার জন্য। এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
Leave a Reply