বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্থ নদী ভাঙ্গন, দুস্থ ও অসহায় ২১৭ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিয়েছে ফ্রান্স প্রবাসী ৬ টি সংগঠন,
বন্যা পরবর্তী ভাঙ্গন ও দুস্থ পরিবারের সহায়তার জন্য ইপিএস কমিউনিটির আহবানে প্যারিসের বিভিন্ন দোকানে অনুদানের বাক্স রাখা হয় সেখান থেকে প্রায় ২ হাজার ইউরো বাংলাদেশ পাঠানো হয়।
ফ্রান্স থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে উক্ত কর্মকাণ্ড অংশগ্রহণ করেন সংগঠন গুলো হল
ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স,
বরিশাল বিভাগ কমিউনিটি ইন ফ্রান্স।
ফ্রান্সের শ্রমিক গ্রুপ,
যারা নিজ থেকে এগিয়ে আসেছেন তাদের মধ্যে কৌশিক রাব্বানী,
আরিফ খান রানা,
মনিরুল ইসলাম,
আল আমিন,
মাসুদ আল আজাদ,
মাসুদুর রহমান,
আমানুল্লাহ ভূইয়া রাজিব,
গোলাম রহমান পলাশ,
আবু হাসান ,
মাহমুদুল হাসান প্রমুখ
ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী বলেন
“সবার পরিশ্রমে আমরা কিছু মানুষের মুখ হাসি ফুটিয়েছি, ভবিষ্যতে আমরা সেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকার আপ্রাণ চেষ্টা করবো, তিনি আরো বলেন,যে যেভাবে এই কাজে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই।
_____________________________
অনুদান যেভাবে উঠেছিলো।
বরিশাল বিভাগ কমিউনিটি ইন ফ্রান্স ৫১১ ইউরো
ফসে আভেক রাব্বানী
অফিওরা
ব্যক্তিগত তহবিল থেকে ২০০ ইউরো
jmg কার্গো লা সাপেল বক্স থেকে ০৯.২৬ ইউরো
ক্যাতশিমা শাহ আলম ভাইয়ের দোকান ১৯.৮৫ ”
শাহ আলম ভাইয়ের দোকান গার্দো নদ ১৮.৩৬”
রেজা ভাইয়ের দোকান গার্দো নদ ০৩.১৯”
শ্রমিক গ্রুপ অফিস বক্সে ৭২.২০”
আরিফ খান রানা রাজ +সংগ্রহীত ২৩০.০০+ ১৫০ = ৩৮০
ব্রাক সাজান গার্দো নদ বাক্স ৩৩.৫৫
অফিওরা বাক্স ক্যাতসিমা ৭৫.২০
ইপিএস কমিউনিটি সদস্য + কালেকশন ৬০৬.৮৫ _____________________________
__________________
মোট ১৯২৯.৪৬ ইউরো।
টাকায় ১৯২৩৩৩.০০ টাকা
বাংলাদেশে যে এলাকায় সহযোগিতা করা হয়েছে তা হলো বরিশাল বিভাগের
নাজিরপুর,
ডালিমা,
সুলতানাবাদ,
ধানদী,
নিমদী ,
তাতেরকা ঠী,
চর কচুয়া,
ভরিপাশা,
মমিনপুর ও
ধুলিয়ায়।
বরিশাল বিভাগ কমিউনিটি সভাপতি ওবায়দুল রহমান রিয়াদ বলেন, সর্বনাশা তেতুলিয়া নদীর পাড়ে অসংখ্য মানুষ অসহায় হয়ে পরেছে।
আমরা আমাদের সাধ্যের মধ্যে ২১৭ টি পরিবারকে সহযোগিতা করেছি,
দেশে যারা এ কাজে এগিয়ে এসেছেন তারা হলেন,
৯ নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনাব ইব্রাহিম ফারুক,
মো: হারুনুর রশীদ মেম্বর,
মাও: মো:আবুল হোসেন বাবুল,
শাহ আলম মৃধা ,
সুলতান মল্লিক,
উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান মামুন সহ আরো যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কাজে সহযোগিতা করেছেন ও যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
Leave a Reply