ফ্রান্সে বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস ফ্রান্স এর উদ্যোগে মানিক মুহিত স্মৃতি ক্রিকেট টুনামেন্ট আয়োজন করা হয়েছে। এতে 16 দল অংশগ্রহণ করেন। শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।ফাইনালে অংশগ্রহণ করেন ক্র্যাক প্লাটুন ৭১ বনাম এফসি ওবেরভিলিয়ে। ক্র্যাক প্লাটুন একাত্তরকে হারিয়ে এফ সি আবেরভিলিয়ে চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস ফ্রান্স এর সভাপতি আজিজুল হক সুমন ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপু এর পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, স্তার মেয়র আজেদিন তায়েবি , টি এম রেজা ,শরিফ আল-মুমিন, সিলেট জেলা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত শুভ ভট্টাচার্য, সিলেট শাহজালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়সাল উদ্দিন, ফিরোজা মমতাজ সহ সামাজিক রাজনৈতিক নেত্রী কর্মী সহ আরো অনেকেই। এ সময় উপস্থিত নেত্রী কর্মীরা বলেন প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন প্রবাসীদের মনকে উৎফুল্লিত করতে সাহায্য করবে এবং মিলন মেলাতে পরিনিত হবে। আয়োজকরা বলেন এই ধরনের টুর্নামেন্ট আমরা সবসময় চালিয়ে যাব এতে করে প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাংলা কৃষ্টি-কালচার তুলে ধরতে সক্ষম হব । টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান , সেরা বলার এবং টুর্নামেন্ট সেরা খেলোয়ার ফয়সল আহমেদ । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply