চিনের উহান প্রদেশেই প্রথম ঘটে আতঙ্কের সূত্রপাত। আতঙ্কের নাম করোনাভাইরাস। নতুন এই ভাইরাসে হানায় ত্রস্ত গোটা দুনিয়া। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তেরোশোর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ৪১ জন। রোগের অস্তিত্ব ধরা পড়েছে ফ্রান্স, তাইল্যান্ড ও সিঙ্গাপুরেও। করোনাভাইরাসের কবল থেকে বাদ পড়েনি ইউরোপও।
এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বিভিন্ন দেশের বিমানবন্দরে কড়া নজরদারি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। চিন, তাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে ঘুরে আসা ভারতীয় কিংবা সে সব দেশ থেকে এ দেশে আসা মানুষজনদের জন্য আরও কড়া নজরদারির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ওই সব দেশ থাকা আসা কারও সর্দি-কাশির উপসর্গ থাকলে তাঁকে নিজের দেশে ফেরানোর চিন্তাভাবনাও করছে ভারত সরকার। আর ভারতীয়দের ক্ষেত্রে শুরু হচ্ছে রোগ প্রতিরোধের চিকিৎসা।
হঠাৎ আমদানি হওয়া এই ভাইরাস নিয়ে যথেষ্ট চিন্তায় চিকিৎসক মহলও। এখন প্রশ্ন একটাই, এই ভাইরাসে কি আক্রান্ত হতে পারি আমি আর আপনিও? ভারতেও কি দেখা মিলতে পারে এই মারণ ভাইরাসের।
Leave a Reply