ডেস্ক রিপোর্ট: স্বচ্ছ এবং গণতান্ত্রিক পন্থায় ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে সংগঠনটির সম্মেলন প্রস্তুতি কমিটি। আগামী ২৯ মার্চ ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশন রোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জি এম কিবরিয়া, সদস্য সচিব আবু সাঈদ খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন,শাহ আলম, মজিবুর শিকদার, মোঃ জালাল উদ্দিন, দিদারুল আবেদীনসহ আরো অনেকে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের সংগঠন ইতালী আওয়ামী লীগকে ইউরোপের মাটিতে অত্যন্ত শক্তিশালী করে গড়ে তোলা হবে। দীর্ঘ ৮ বছর পর নেতাকর্মীদের চাপের মুখে ইতালী আওয়ামী লীগের আসন্ন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রোম সফরকালে সম্মেলনের বিষয়টি আলোচিত হয়। সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানিয়েছেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালী আওয়ামী লীগের আসন্ন সম্মেলন সম্পর্কে অবহিত রয়েছেন। সাংবাদিক সম্মেলনে খুব শিগগিরই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হচ্ছে এবং শতকরা পাঁচজন কাউন্সিলর হিসেবে মনোনীত হতে পারেন বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়।
Leave a Reply